শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মনপুরায় ল্যান্ডিং স্টেশনের প্রান্ত ভেঙ্গে ট্রলার ডুবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৯ এএম

মনপুরায় ল্যান্ডিং স্টেশনের প্রান্ত ভেঙ্গে ট্রলার ডুবি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় ল্যান্ডিং স্টেশনের প্রান্ত ভেঙ্গে মাছ ধরা জেলে ট্রলারে ওপরে পড়ে ট্রলার ভেঙ্গে ৫ জেলে সহ মেঘনা নদীতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় ৫ জেলেকে উদ্ধার করা হয়। 

ট্রলারের মালিক ইসমাইল মাঝি জানিয়েছেন, তিনি সহ আরো ৪ জেলে নুরু উদ্দিন, শাহীন, শামীম ও রুহুল আমিন ওই ট্রলারে ছিলেন। তারা জাল মেরামতের কাজ করছিলেন। সোমবার দুপুরে হঠাৎ সী ট্রাক ঘাটের ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে পড়ে। ট্রলার, জাল, সাভারসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।
 

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাছ ধরতে গিয়ে নিখোঁজ বা মৃত হলে ক্ষতি পূরণের ব্যবস্থা করা যায়। ট্রলার ডুবে গেলে বা ভেঙ্গে গেলে ক্ষতি পূরণের ব্যবস্থা নেই।

তবে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানিয়েছেন, ভেঙ্গে যাওয়া ল্যান্ডিং স্টেশন সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।