রবিবার, মে ১৯, ২০২৪

পিআরএল বাতিল করে বিডার চেয়ারম্যানের দায়িত্বে লোকমান হোসেন মিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৯ এএম

পিআরএল বাতিল করে বিডার চেয়ারম্যানের দায়িত্বে লোকমান হোসেন মিয়া
বিডার নতুন চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া রোববার (৪ঠা সেপ্টেম্বর ২০২২) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান পদের দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বিদায়ী নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম এর স্থলভিসিক্ত হলেন।

বিডা’র কর্মকর্তা-কর্মচারীগণ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

উল্লেখ্য, লোকমান হোসেন মিয়া ১৪ জুন ২০২২ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ২৩ আগস্ট ২০২২ সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে বিডা’র পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞাপন জারি করে। তাকে ৩ বছরের জন্য সিনিয়র  সচিব মর্যাদায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।


স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ছাড়াও লোকমান হোসেন মিয়া বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের সদস্য (এডমিন), ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক হিসেবে হিসেবে কর্মরত ছিলেন। অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি "জনপ্রশাসন পদক ২০১৯" অর্জন করেন।