প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের নির্মাণ কাজ শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক বৈঠক শেষে তাঁরা এই ঘোষণা দেন।
ভারতের আর্থিক সহায়তায় গৃহিত এই প্রকল্প বাংলাদেশের জাতীয় গ্রিডে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবে। এই প্রকল্পের দুটি ইউনিট আছে।
দুটি ইউনিটের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এক হাজার তিনশত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ আগামী বছরের শুরুর দিকে শেষ হওয়ার কথা রয়েছে।