শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নির্বাচন কমিশনের ওপর রাজনীতির নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

নির্বাচন কমিশনের ওপর রাজনীতির নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে: সিইসি

 

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর রাজনীতির নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অসুবিধা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

 

সিইসি বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনকে কেউ কিছু বললে আমার গায়ে তিরের মতো লাগে।