বরগুনা তালতলী 9 mm তরাস পিস্তল সহ জাকির হাওলাদারকে নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী ।
সোমবার (২৫ নভেম্বর সকাল ৮টায় তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গত ১০ নভেম্বর বড়পাড়া এলাকার জাফর মেম্বারের বাড়ির সামনে হাসান পাটোয়ারী ওরফে পিচ্চি হাসানকে, প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। এ ঘটনার পর হাসান সুস্থ হয়ে এলাকায় ফিরে এসে। বিভিন্ন সময় এলাকাবাসীদের হুমকি ধামকে দিয়ে আসছে। এই ঘটনার জের ধরে হাসান পাটোয়ারী ওরফে পিচ্চি হাসানের প্যানেলের লোক
জাকির আলামিনও রুহুল হাওলাদার কয়েকটি পিস্তল নিয়ে জামাল মাস্টার এর বাড়ির সামনে স্থানীয়দের গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে এ বিষয়ে প্রতিবাদ করেন
সগির হাওলাদার,সগিরকে উদ্দেশ্য করে জাকির কয়েক রাউন্ড গুলি করেন। এরপর আহত সগীর অস্ত্র ধারি জাকিরকে জাপটে ধরেলে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। এ সময় আলামিন ও রুহুল পালিয়ে যায়।
আহত সগির হাওলাদার জানান, গত ১০ নভেম্বর বড়পাড় জাফর মেম্বারের বাড়ির সামনে হাসান পাটোয়ারী কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। হঠাৎ তিনি সুস্থ এসে আমাদের গালিগালাজ করেন এবং খুন জখমপর হুমকি দিতে থাকেন। আজকের আমাকে হত্যার উদ্দেশ্যে ওরা দেশীয় অস্ত্র পিস্তল নিয়ে আসছে আস্তে আস্তে ঐ গ্রামটাকে ধ্বংস ইয়াবা দিয়ে ধ্বংস করবে। আর এর প্রতিবাদ করায় ওরা আমার মত কাউকে হত্যার চেষ্টা বা খুন করার চেষ্টা করবে।
তবে এ বিষয়ে, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আল ইমরান। বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ১ টি 9mm পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও ২ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত গুলিবিদ্ধ সগির ও অস্ত্রধারী জাকিরকে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা তালতলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।