উগ্রবাদী ইসকনের অবৈধ দখলদারিত্ব, প্রবর্তক সংঘের আনসার মোতায়েনের আবেদন
‘খুফিয়া’ নামের বলিউড ছবিতে কাজ করতে রাজি হননি মেহজাবীন চৌধুরীও। এর আগে বিদ্যা সিনহা মিমের ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
মেহজাবীন জানান, বলিউডের গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনো অভিনেত্রীকে খুঁজছেন।
সিনোপসিস পড়ার পর বুঝতে পারি, এটি রাজনৈতিক ঘরানার গল্প। এই গল্পে বাংলাদেশের এমন কিছু রাজনৈতিক ঘটনা তুলে ধরা হয়েছে, যা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি।
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ ধরনের কোনো গল্পে নিজেকে জড়াতে চাইনি বলেই না করে দিয়েছি।
বলিউডের জনপ্রিয় নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার বিশাল ভরদ্বাজ ‘মকবুল’, ‘ওমকারা’, ‘কামিনে’, ‘সাত খুন মাফ’, ‘হায়দার’র মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছেন।