উগ্রবাদী ইসকনের অবৈধ দখলদারিত্ব, প্রবর্তক সংঘের আনসার মোতায়েনের আবেদন
এশিয়ান কাপের বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। ‘জি’ গ্রুপে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান কাপের বাছাইপর্ব। শেষ হবে ২৫ সেপ্টেম্বর। ২৮টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে।
বাংলাদেশের মেয়েরা সর্বশেষ ২০১৪ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে খেলেছিল। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ। এরপর ২০১৮ সালের বাছাইপর্বে বাংলাদেশ অংশ নেয়নি। এবারের প্রতিযোগিতা আগামী ২০ জানুয়ারি ভারতে শুরু হওয়ার কথা রয়েছে।
এশিয়ান কাপে সরাসরি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন এবং প্রতিযোগিতার আয়োজক ভারত। বাকিদের বাছাইর্বে লড়ে সুযোগ পেতে হবে। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩৭তম। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষের মাঝে জর্ডান ৫৯তম এবং ৭০তম স্থানে আছে ইরান।