বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

ময়মনসিংহ অস্ত্রসহ গ্রেফতার দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

হাবিব জিহাদী

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

ময়মনসিংহ  অস্ত্রসহ গ্রেফতার দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ময়মনসিংহের এক নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীব শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

ময়মনসিংহের ডিবি পুলিশ অস্ত্র আইনে দায়ের করা মামলায় সোমবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে হাজির করে। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীব আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে পাঠান।

ময়মনসিংহের ডিবির উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

উল্লেখ্য, রোববার ভোররাতে ডিবি পুলিশ মাসকান্দায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীর একটি বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। এ সময় দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেলকে গ্রেফতার করা হয়।