উগ্রবাদী ইসকনের অবৈধ দখলদারিত্ব, প্রবর্তক সংঘের আনসার মোতায়েনের আবেদন
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপতালের তত্ত্বাবধায়ক হিসাবে যোগদান করেছেন ডাক্তার মোঃ আক্তারুজ্জামান। তিনি মঙ্গলবার সকালে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি ঢাকায় ডিজি অফিসে সহকারী পরিচালক ও ঝিনাইদহে সংযুক্ত ছিলেন।
নতুন তত্ত্বাবধায়ক আকতারুজ্জামান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাড়িহাটা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ২৫তম বিসিএসে তিনি যশোরের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। এর পরে তিনি যশোরের বাঘারপাড়ার উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
নাক কান গলা ও মেডিসিনে বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, হাসপাতালে পূর্বসুরীদের উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করবো। সরকারি এই হাসপাতালে সবাই যেন চিকিৎসা সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের। এখানকার ভাল কাজগুলোকে সাংবাদিকরা যেমন ইতবাচকভাবে দেখবেন, তেমনি ত্রুটি বিচ্যূতিও আমাদের ধরিয়ে দেবেন। আমরা চাই, এই প্রতিষ্ঠানটি যেন স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।