বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৯:০১ পিএম

সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারের জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে রুকন শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

শাহজাহান চৌধুরী আরো বলেন, যারাই নৈরাজ্য করবে তাদের ঐক্যবদ্ধভাবে জনগণ মোকাবিলা করবে। আগামীদিনের বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক। দেশের মানুষ ইসলামী সরকার চায়। সেই মহাআন্দোলনে দেশের জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানান।

 

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, মমতাজুর রহমান, আবু বকর ছিদ্দিক, আবু হেনা মোস্তফা কামাল, ফখরে জাহান সিরাজী, মুহাম্মদ আমির হোসাইন, মাহমুদুল আলম, মাহবুবুল হাসান রুমি, আহমদ খালেদুল আনোয়ার, সুলতান আহমদ, আলমগীর ভূঁইয়া, অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী, ফারুকে আজম, মো. সেলিম।