উগ্রবাদী ইসকনের অবৈধ দখলদারিত্ব, প্রবর্তক সংঘের আনসার মোতায়েনের আবেদন
বল হাতে দারুণ করলেও ব্যাটে ফের ব্যর্থ সাকিব আল হাসান। ব্যাটিং ব্যর্থতার কারণেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে শেষ পর্যন্ত হেরে বসেছে মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে সাদা-কালোদের এটি প্রথম হার।
প্রথম তিন ম্যাচে লড়াই করে জেতে মোহামেডান। মিরপুরে চতুর্থ রাউন্ডের ম্যাচে নেমে আর পেরে উঠেনি সাকিবের দল। হেরেছে ১৬ রানে। ১৫২ রানের লক্ষ্য টপকাতে গিয়ে তারা থেমে যায় দেড়শর আগেই।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৫। নাদিফ চৌধুরীর ব্যাটে আসা ৫৭ রান মোহামেডানের হারের ব্যবধান যা একটু কমিয়েছে। ২ রান করে বাজে শটে আউট হন সাকিব। বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ২ উইকেট।
শেখ জামালকে অল্প রানে আটকে রাখার সুযোগ তৈরি করেছিল মোহামেডান। কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক নুরুল হাসান সোহানের ৩৪ বলে ৬৬ রানের ঝড়ে হিসেব পাল্টে যায়।
জিয়াউর রহমানের ১৭ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রানের লড়াকু পুঁজি গড়ে শেখ জামাল। দুই ব্যাটসম্যানই থাকেন অপরাজিত। ষষ্ঠ উইকেটে মাত্র ৩৫ বলে ৮০ রান যোগ করেন তারা।
অফস্পিনার মোহাম্মদ এনামুল ৩ ওভারে মাত্র ১৩ রানে নেন শুরুর ৩ উইকেট। জিয়াউর নেন দুটি উইকেট।