উগ্রবাদী ইসকনের অবৈধ দখলদারিত্ব, প্রবর্তক সংঘের আনসার মোতায়েনের আবেদন
“ভাল কাজ করি,সুন্দর সমাজ গড়ি”এই শ্লোগানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হেল্পিং সেন্টার ঝিনাইদহ জেলা শাখার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর এলাকার ভোমরা ডাঙ্গা দাখিল মাদ্রাসার হল রুমে ঝিনাইদহ জেলা শাখার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নেসার আহম্মেদ কাদের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার ১১ নং পদ্মাকর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শ্রী বিকাশ কুমার বিশ্বাস।
সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের এডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবি শংকর নাগ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ,
ভোমরা ডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার আখতার উদ্দিন সামদানি, ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য বসির আহাম্মেদ,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি মোঃ আজিজ খান, হাটগোপালপুর পুরাতন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাকির হোসাইন,
হেল্পিং সেন্টারের প্রধান কার্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বরকতুল্লাহ রাফি। সাধারন সম্পাদক রাহুল সিকদার, ত্রান ও দুর্যোগ সম্পাদক এইচ এম আশিক, সদস্য রিফাত হোসেন, বকুল হোসেন, সোহাগ হোসেন, শাহপরান, নিরাব হোসেন, এনামুল হক, বকুল হোসেন,আল-আমিন মুন্সি, ইয়াছিন আলী।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রক্তদাতা, সেচ্ছাসেবক বৃন্দ, মাদ্রাসার সুপার, মসজিদের ইমাম ও খতিব, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানারকম সহযোগীতা করে থাকে হেল্পিং সেন্টার নামের এ সেচ্ছাসেবী সংগঠনটি।ঝিনাইদহ-মাগুরা সহ ১২ টি জেলায় হেল্পিং সেন্টার ঝিনাইদহ নামের এ সেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচীসহ নানা ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে ৬’শ ২৫ ব্যাগ রক্তদান,৮০ টি কোরআন শরিফ বিতরণ, মাদ্রাসায় আলমারি বিতরণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচী পরিচালনা করেন।