শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

হযরত আব্দুল আজিম মাইজভান্ডীর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫, ০১:০৩ পিএম

হযরত আব্দুল আজিম মাইজভান্ডীর  বার্ষিক ওরশ শরীফ  অনুষ্ঠিত

উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল মাইজভান্ডারী তরিকার দ্বিতীয় পুরুষ আধ্যাত্মিক সাধক, ইউছুফে সানি, হযরত গাউসুল আজম শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) প্রকাশ- বাবা ভান্ডারী কেবলার খলিফা হযরত আব্দুল আজিম মাইজভান্ডীর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

 

৭ মার্চ (শুক্রবার চট্টগ্রামের পটিয়া থানার হূলাইন গ্রামে এই বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। 

 

ভোর ৫ টায় পবিত্র কোরাআন মজিদ খতমের মধ্য দিয়ে শুরু হওয়া হযরত আব্দুল আজিম মাইজভান্ডীর বার্ষিক ওরশ শরীফের অনুষ্ঠানে ছিল দরবার শরীফ ও রওজা শরীফে পুষ্প মাল্য অর্পন, জিয়ারত,খতমে গাউছিয়া শরীফ, হযরতের জীবন নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল ক্বিয়াম।

 

আলোচনায় সভাপতিত্ব করেন আজিম ভান্ডার দরবার শরুফের পৃষ্ঠপোষক কমরুদ্দিন চৌধুরী, উদ্ভোদক হিসেবে বক্তব্য রাখেন হযরত আব্দুল আজিম মাইজভান্ডীর দৌহিদ্য, সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসাইন রাসেল।

 

বিশেষ অতিথি হিসেবে উফস্থিত ছিলেন সোহেল মুহাম্মাদ নিজামুদ্দিন, মওলানা হারুন, ইউনুচ চৌধুরী, আব্দুল মান্নান, মীর আহম্মদ, মোহাম্মদ ইউসুফ, হেলাল উদ্দিন রুবেল, জাহিদুল ইসলাম আসিফসহ আরো অনেকে।

 

 

 অনুষ্ঠানের সমাপনিতে দেশ, সমাজ, করেন মওলানা ফারুখ।