ফিলিস্তিনে ইসরাঈলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বালাগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে উপস্থিত হয়ে বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাব আলী বলেন, ফিলিস্তিনে যেভাবে ইসরাঈলী গণহত্যা চলছে তাতে বিশ্বমানবতা ভূলুণ্ঠিত হচ্ছে। অনেক দিন যাবতই তা চলমান। অনতিবিলম্বে মুসলিম বিশ্ব এক না হলে আরও খেসারত দিতে হবে।
এসময় বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাজু আহমদ বলেন, বিশ্বমানবতা আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে, আমরা এক মুসলিম ভাই চোখের সামনে অন্য ভাইয়ের মৃত্যু দেখতে হচ্ছে। ফিলিস্তিনিরা আজ অসহায়, অথচ আরব বিশ্ব নীরব ভূমিকায় রয়েছে। আমাদের অনুরোধ ফিলিস্তিনে ইসরাঈলীদের হামলায় আরব বিশ্ব দ্রুত হস্তক্ষেপ করে ধ্বংসের হাত থেকে বাচানোর জন্য।
এসময় কলেজের প্রভাষক অশোক তালুকদার, সহকারী শিক্ষক বুলবুল আহমেদ,
হোসাইন আহমদ শাহী, ইমাদুর রহমান ইমাদ, সাকিবুল, নাহিদ আহমেদ, আতিকুল ইসলাম নাহিদ, মামুন,শাহরিয়ার, এনাম, বুরহান, ফাহিম, জামান, মুস্তাকিম, সামি, জাহিদ উপস্থিত ছিলেন।