রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

রাজনগরে মাদকবিরোধী অভিযান: তিনজনকে কারাদণ্ড, চোলাইমদ উদ্ধার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

রাজনগরে মাদকবিরোধী অভিযান: তিনজনকে কারাদণ্ড, চোলাইমদ উদ্ধার

রাজনগরে মাদকবিরোধী অভিযান: তিনজনকে কারাদণ্ড, চোলাইমদ উদ্ধার

 

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

 

মৌলভীবাজারের রাজনগরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও চোলাইমদ উদ্ধার করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলার সার্বিক নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এবং রাজনগর মডেল থানা পুলিশের একটি যৌথ দল অংশগ্রহণ করে।

 

অভিযানটি রাজনগর থানাধীন খারপাড়া, ইন্দানগর চা বাগান এবং রাজনগর চা বাগান এলাকায় পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মোঃ আপান মিয়া (৩১), পিতা: মৃত আলাল মিয়া, সাং: খড়গাঁও, জগলু মিয়া (৩২), পিতা: মনির মিয়া, সাং: পরচক্র, সুমি পাশী (৩০), স্বামী: মৃত পল্লব পাশী, সাং: রাজনগর চা বাগান।

 

তিনজনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানের সময় পলাতক আসামি কানাই রবিদাস (৩১), পিতা: মৃত লক্ষণ রবিদাস, সাং: ইন্দ্রানগর চা বাগান -এর বসতঘরে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।