বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

বৈশাখী শোভাযাত্রা উদযাপন করল চট্টগ্রাম মহানগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম

বৈশাখী শোভাযাত্রা উদযাপন করল চট্টগ্রাম মহানগর বিএনপি

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

 

রোববার সকালে নুর আহম্মদ সড়কে শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার জন্য গর্বিত একটি দিন। এই নববর্ষে আমরা সকলকে শুভেচ্ছা জানাই এবং দেশের উন্নতি ও সুখ-শান্তির জন্য আমাদের ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানাই।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সুরক্ষিত রাখতে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত দেশ গড়ে উঠবে।”

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য রত্ন। আজকের শোভাযাত্রার মাধ্যমে আমরা শুধু নববর্ষ উদযাপন করছি না, বরং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয় চেতনাকে সম্মান জানাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেখানে আমরা নিজেদের সাংস্কৃতিক মর্যাদা, ঐতিহ্য এবং ভবিষ্যতের পথপ্রদর্শনের দিকে মনোনিবেশ করি।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। তিনি সমাবেশে বলেন, “বাংলাদেশের জনগণের কাছে আজকের দিনটি একটি সাংস্কৃতিক উত্থান, একটি পুনর্জাগরণের সূচনা। আজ আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশের সমৃদ্ধির জন্য একত্রিত হয়ে পথ চলতে প্রতিজ্ঞাবদ্ধ।”

 

সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

 

এ সময় আরও বক্তব্য রাখেন:

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা সাঈদ আল নোমান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, নগর বিএনপির সদস্য মোহাম্মদ হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মোশারফ হোসেন ডিপটি, মোহাম্মদ জাফর আহম্মদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ ইউসুফ।

 

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, নগর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।