শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন আশরাফুজ্জামান

জিতু আহমদ, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০৪ পিএম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন আশরাফুজ্জামান

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সিলেট রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। 

ওসমানীনগর-বিশ্বনাথ ও বালাগঞ্জ এই ৩ থানার কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক প্রদান করা হয়।

মঙ্গলবার সিলেট রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান।

এই কৃতিত্বের বিষয়ে (ওসমানীনগর-বিশ্বনাথ ও বালাগঞ্জ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, কাজের স্বীকৃতির জন্য পুরষ্কার পেয়ে ভীষণ ভাল লাগছে। এই প্রাপ্তিতে আমার কাজের পরিধি ও গুরুত্ব বেড়ে গিয়েছে। এজন্য আমি সশ্রদ্ধচিত্তে কৃতজ্ঞতা জানাই আমার উচ্চ পদস্থ স্যারদের।

এসময় সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ সিলেট রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ, চার জেলার পুলিশ সুপার ও রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।