দৈনিক পুণ্যভূমি'র সম্পাদক মন্ডলীর সভাপতি ও সিলেট-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, মানবিকবোধ সম্পন্ন সমাজ গঠনে স্কাউটিং এর বিকল্প নেই। একজন স্কাউট সদস্যের দ্বারা সমাজের কোন ক্ষতি হয় না। স্কাউটরা মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সোমবার (২৩ জুন) ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গ্রীণবার লাইফ রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে গ্রুপের উপদেষ্টা ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, সমাজের সকল অন্যায় ও অসংগতি দূর করতে স্কাউটদের বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাদের সকল মানবিক ও নৈতিক উদ্যোগের সাথে আমি একাত্বতা প্রকাশ করছি। আমি তাদের সকল কর্মসূচিতে পাশে থাকবো।
মানবিকবোধ সম্পন্ন সমাজ গঠনে স্কাউটিং এর বিকল্প নেই: ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার
কমিশনার মো. আনিসুর রহমান সরকার এহিয়া, জেলা সম্পাদক শামীম আহমদ, গ্রুপ কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, জেলা কাব লিডার মো. আব্দুর নুর।