বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধকোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ বিমানের যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধকোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ বিমানের যাত্রী আটক

 

 

কামরুল হাসান, চট্টগ্রাম 

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকার সমান বৈদেশিক মুদ্রাসহ সাকিব নেওয়াজ নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। 

 

৩ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন সাত নম্বর গেট থেকে তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস।

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক সাকিব চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটযোগে চট্টগ্রাম বিমানবন্দরে থেকে রাতে দুবাই গমনেচ্ছু ছিলেন। তার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়েল, ৫৭৫ ওমানি রিয়েল, ৯ হাজার ২০০ ইউএই দিরহাম জব্দ করা হয়।

 

মূলত ৭ হাজার ইউএস ডলারের সমতুল্য মুদ্রা পাচারের চেষ্টা করায় ওই যাত্রী আটক হন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বৈদেশিক মুদ্রাগুলো তিনি ব্যাগে সবজির ভেতরে লুকিয়ে পরিবহন করছিলেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।