মাদকের ভয়াবহ তান্ডবে যুব সমাজ প্রায় ধ্বংসের পথে।গ্রামে গন্জে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র মাদকের জমজমাট ব্যাবসা ও সেবন চলছে প্রকাশ্যে। দেশব্যাপী আইনশৃংখলার চরম অবনতী হওয়ায় মাদক সেবীরা ছিনতাই, চাঁদাবাজী, ডাকাতি, হত্যা ও ধর্ষন সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন বলে জনসাধারণের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ ও অনুসন্ধানে জানা যায় নেশার টাকা যোগাতে গিয়ে পারিবারিক কলহের পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে মাদক ব্যাবসায়ী ও সেবনকারীরা। মাদকবন্ধের লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক মাদক নির্মূলের অভিযানে সোহরাওয়ার্দী উদ্যান, ওসমানী উদ্যান, জাতীয় স্টেডিয়ামের আশেপাশে ও মতিউর রহমান পার্ক হইতে সর্বমোট ১৯ (উনিশ) জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান।
যথেষ্ট বিচক্ষনতার সহিত বিচার কার্য সম্পাদন হয়েছে বলে গনমাধ্যমকে সাক্ষাতকারে বলেন।