অবশেষে ১৩ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন অভিনেত্রী মেহজাবীন ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব দম্পতি। সম্প্রতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী।
ছবি শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, “২০১২ সালের ৯ এপ্রিল- বাঁকা দাঁত এবং সুন্দর হাসির একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তখন একটি শুটিং সেটের ছাদে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মেলালাম এবং যখন তিনি চলে গেলেন, আমি অনুভব করলাম যে আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি তখনই বুঝে গিয়েছিলাম- এই হলো সেই মানুষ।
১৩ বছর পর, এখানে আমরা একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি চড়ায়-উতরায় অতিক্রম করেছি। তারা বলে সাত বছরের বন্ধুত্ব আজীবন স্থায়ী হয়- আমরা তা প্রায় দ্বিগুণ করে ফেলেছি।”
শেষে লিখেছেন, “২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমরা এই যাত্রায় হাতে হাত ধরে চলার প্রতিশ্রুতি দিয়ে আমাদের বন্ধনকে চিরকালের জন্য এক করে দিলাম। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি। এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা সারাজীবনের সুখ ও একতার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই।”
এর আগে রবিবার ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। পরে আজ দুপুরে এই অভিনেত্রী তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।