দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির পর কোথাও বিষাক্ত গ্যাসে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। আবার কোথাও প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটছে। এখানেই শেষ নয়।
আবার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শুধু কি তাই? ছবির নায়ক আল্লু অর্জুনকে যেতে হয়েছে জেলেও। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও ‘পুষ্পা টু’ নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবি মুক্তির কয়েক মাস পরেও ‘পুষ্পা টু’ নিয়ে ভক্তদের আনন্দ-উচ্ছ্বাস, উল্লাস কমেনি। আর সেই উচ্ছ্বাস আরও খানিক জোরদার হলো ‘পুষ্পা থ্রি’-এর ঘোষণায় পর। ছবির প্রযোজক রবি শঙ্কর ইয়ারনেনি ‘পুষ্পা থ্রি’-এর কথা ঘোষণা করলেন।
‘পুষ্পা থ্রি’-এর খবরে উচ্ছ্বসিত ভক্তরা। সঙ্গে কিছুটা মন খারাপও রয়েছে। কারণ এই ছবি দেখার জন্য অপেক্ষা করতে হবে বছর তিনেক।
প্রযোজক জানিয়েছেন, ছবি মুক্তি পাবে ২০২৮ সালে। কারণ ছবির নায়ক আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার দু’জনেই অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে আল্লু অ্যাটলি এবং ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালিত দু'টি ছবি নিয়ে ব্যস্ত। অন্য দিকে সুকুমার রামচরণকে নিয়ে একটি সিনেমা তৈরি করছেন। এই ছবিটি শেষ হলেই 'পুষ্পা থ্রি'-এর কাজে হাত দেবেন।
'পুষ্পা: দ্য রাইজ', 'পুষ্পা: দ্য রুল'-এরপরে সিনেমার তৃতীয় পর্বের কী নাম রাখা হবে, সেটা জানতেও কৌতূহলী অনেকে। জানা যাচ্ছে, সম্ভবত 'পুষ্পা'র তৃতীয় অধ্যায়ের নাম হতে পার, 'পুষ্পা: দ্য রামপেজ'।
পাশাপাশি আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। পরের পর্বে দর্শকের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। ছবির খলনায়ক বদলে যেতে পারে। দ্বিতীয় পর্বে দুই জবরদস্ত খলনায়ক ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা দুরন্ত অভিনয় করেছেন। আগামী ছবিতে সেই জায়গাতেই নাকি অভিনয় করতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা।