বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং পাঁচথুবী ইউনিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি আজ ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার বিকাল ৪টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিবের বাজার এলাকায় সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামে উপস্থিত ছিলেন একেএম এমদাদুল হক মামুন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন সবুজ, আমীর, আদর্শ সদর পশ্চিম।
এছাড়া প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর থানা আমীর অধ্যাপক মফিজুল ইসলাম, পাঁচথুবী ইউনিয়নের নায়েবে আমীর আব্দুর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ১নং ওয়ার্ড জামায়াতের মনোনীত মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক কামরুল হাসান এবং জামাত নেতা ডা. সিরাজুল ইসলাম।
উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রোগ্রামটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃত হয়েছেন এলাকার অসহায় ও শীতার্ত জনগণ। অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন, যা প্রশংসনীয়। প্রোগ্রামটি এলাকার সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে।