বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

চার দিনের সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৬ এএম

চার দিনের সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশা করা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে। 

 

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

 

প্রধানমন্ত্রীর উপপ্রেস উইং থেকে জানা যায়, শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।

 

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানাবেন।