রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জুলাই গণহত্যা: আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ এএম

জুলাই গণহত্যা: আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ

 

জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে।

সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর একথা জানিয়েছে। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন।

জানা গেছে, জুলাই আগস্টে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সেটাতে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

এর আগেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করেছে জাতিসংঘ। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম। গত জুলাই-আগস্টে কোটাবিরোধী আন্দোলনে, নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে আসছিলো।