রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অ্যাম্বুলেন্সে ৪৫ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় ধরা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ এএম

অ্যাম্বুলেন্সে ৪৫ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় ধরা!

 

সাধারণত জরুরি চিকিৎসা সেবায় রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়ে থাকে। এজন্য রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সুবিধাও পেয়ে থাকে এ পরিবহনটি। আর এ সুযোগটির অপব্যবহার করে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় রাজধানীতে ধরা পড়লো মাদক কারবারি চক্রের চার সক্রিয় সদস্য।

 

 

গ্রেফতাররা হলেন জোহরা বেগম (৩০), মো. ফেরদৌস আকন্দ(৩২), মো. সোহাগ হোসেন মাতব্বর(৩৯) ও শাহাজালাল শেখ (৪০)।

 




বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চানখারপুল এলাকায় গাঁজা বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সসহ তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের জোনাল টিম। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের পুরাতন অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেফতার করা হয় অ্যাম্বুলেন্সে থাকা জোহরা বেগম, ফেরদৌস আকন্দ, সোহাগ হোসেন মাতব্বর ও শাহাজালাল শেখ নামের চারজনকে। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা। 

 

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

গ্রেফতাররা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কৌশলে অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকে। তারা গাঁজা বিক্রির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে পরিবহন করছিল বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।