সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের অবৈধ সম্পদ প্রায় ২০০ কোটি টাকা। আর এই পরিবার সন্দেহজনক লেনদেন করেছে প্রায় এক হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য।
আওয়ামী লীগ সরকার ও দলের প্রভাবশালী ব্যক্তি ছিলেন আ হ ম মুস্তফা কামাল। গত ৫ আগস্টের পর মুস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেন পেয়ে এরইমধ্যে মুস্তফা কামাল, স্ত্রী কাশ্মীরা কামাল, ছেলে কাশফীক কামাল ও মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, মুস্তফা কামালের অবৈধ সম্পদ ২৭ কোটি ৫০ লাখ টাকা ও সন্দেহজনক লেনদেন ৪৪৬ কোটি টাকা, স্ত্রী কাশ্মীরা কামালের অবৈধ সম্পদ ৪৪ কোটি টাকা ও সন্দেহজনক লেনদেন ২৬ কোটি ৬৪ লাখ টাকা, ছেলে কাশফীক কামালের অবৈধ সম্পদ ৩১ কোটি ৭৮ লাখ টাকা ও সন্দেহজনক ১৭৭ কোটি ৪৮ লাখ টাকা এবং মেয়ে নাফিসা কামালের অবৈধ সম্পদ ৬২ কোটি ১৪ লাখ টাকা ও সন্দেহজনক লেনদেন ১৯৯ কোটি ২৩ লাখ টাকা।