৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে আয়োজন করা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই সময়সীমার মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বেসরকারি একটি গণমাধ্যমে এ পরিকল্পনার কথা জানান পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
পিএসসি চেয়ারম্যান বলেন, ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হওয়ার পর পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হবে। আমাদের পরিকল্পনা হলো জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হবে জানিয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, নির্ধারিত অর্থাৎ আগামী ২৭ ফেব্রুয়ারি ৪৭তম বিসিএসের আবেদনের সময় শেষ হবে।