সুনামগঞ্জের শান্তিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামে এ সংঘর্ষ হয়।
পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দাল মিয়া ও সাধারণ সম্পাদক সুফি মিয়ার সঙ্গে গ্রামের বিএনপি সমর্থিত লোকজনের এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় সরকার নির্বাচন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে।
এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার এবং বিগত সময়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন বিরোধ চলে আসছিল। সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ৫ জন আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।