রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চট্টগ্রামে আ. লীগ- ছাত্রলীগের আরও ২৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

চট্টগ্রামে আ. লীগ- ছাত্রলীগের আরও ২৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।


আজ মঙ্গলবার নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।


তাদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাকলিয়া থানার অভিযানে মো. হাসান (২৫), চকবাজার থানার মো. হাসান (৩২), চান্দগাঁও থানার মো. কামরুল ইসলাম (২৫), মো. শ্রবন মিয়া (১৯), মো. সোহেল (৩২), মো. আজাদ প্রকাশ জাম্বু (৪৪), মো. মিলন (৩০), খুলশী থানার মো. ইব্রাহিম প্রকাশ বাপ্পি (১৮), বায়েজিদ বোস্তামী থানার মো. শহীন (২৬), ডবলমুরিং মডেল থানার আসামি তাসলিমা আক্তার রিয়া (২১), মাহি আক্তার (১৯), মো. জোনায়েদ (২৭), মো. শাহীন (৩২), পাহাড়তলী থানার আসামি মো. ইমন (১৯), জানে আলম ইমন (২২), আকবরশাহ্ থানার আসামি মো. সাগর (১৯), মো. সাইদ (২০), মো. নাছির ফরাজী (২৪), মো. নাছির হোসেন (২৪), হালিশহর থানার আসামি মো. আলমগীর (৪২), বন্দর থানার আসামি মো. আবুল ফয়েজ দুলাল (৫৬), ইপিজেড থানার আসামি মো. মহিউদ্দিন (৪৩), পতেঙ্গা মডেল থানার আসামি ৪০নং ওয়ার্ড কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন মানিক (৩০) ও কর্ণফুলী থানার আসামি কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. শাহজাহান (৩৯)।


সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা আছে।