পবিত্র রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে পরিবার-পরিজনের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা। সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে এক বর্ণিল ইফতার উৎসব।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজেন্সি জানায়, ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে দেশি-বিদেশি সুস্বাদু খাবারের সমারোহে সাজানো হয়েছে বিশেষ ইফতার ও ব্যুফে ডিনার, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৬৬ টাকা। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তৈরি এই ব্যুফেতে প্রতিটি পদেই থাকছে স্বাদ, সৌন্দর্য ও ঐতিহ্যের অনন্য সম্মিলন। সিলেক্টেড কার্ডধারী, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ফ্যান অফ ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বারদের জন্য থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। এছাড়াও সিলেক্টেড কার্ডে থাকছে ২০ শতাংশ ডিসকাউন্ট।
তারা আরও জানায়, শহরের সবচেয়ে সুসজ্জিত ও সবুজে ঘেরা রুফটপ রেস্টুরেন্ট 'গ্রিল অন দ্য স্কাইলাইন'-এ অতিথিরা উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ রমজান প্ল্যাটার, যেখানে থাকবে মাংস, সি-ফুড এবং সাইড ডিশের চমৎকার সংমিশ্রণ। এছাড়াও থাকছে খোলা আকাশের নিচে কাপল ক্যান্ডেললাইট ইফতার উপভোগের সুযোগ।
রমজান মাসে অতিথিদের জন্য বিশেষ মূল্যে থাকছে রুম প্যাকেজ, যেখানে আরামদায়ক আবাসনের পাশাপাশি থাকবে সুস্বাদু ইফতার ও সেহেরির আয়োজন। কর্পোরেট ও গ্রুপ ইফতারের জন্য ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ, যা শুরু হয়েছে ১৬০০ টাকা থেকে। এই প্যাকেজের মধ্যে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু সুবিধা, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস এবং আকর্ষণীয় ঈদ উপহারসহ নানা চমক।