বুধবার, মার্চ ১২, ২০২৫

মিরপুর ডিওএইচএস সংলগ্ন সড়কে সংস্কারকাজ, তিন দিন যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ১১:০৩ পিএম

মিরপুর ডিওএইচএস সংলগ্ন সড়কে সংস্কারকাজ, তিন দিন যান চলাচল বন্ধ

 

 

 

 

রাজধানীর মিরপুর ডিওএইচএস সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার ও উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কারণে আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত উক্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, উন্নয়নকাজ শেষ হলে ১৪ মার্চ সকাল থেকে পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

ডিএনসিসির প্রকৌশল বিভাগ জানায়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন ও মেরামত প্রকল্পের’ আওতায় এই সংস্কারকাজ করা হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে মিরপুর ডিওএইচএস সংলগ্ন মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশন (পিয়ার নম্বর ১১৪) থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এম.পি চেক পোস্ট (পিয়ার নম্বর ১৩৯) পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারকাজ চলাকালীন সময়ে যানবাহন ও পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। এ বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে আগেভাগে নাগরিকদের অবহিত করা হয়েছে, যাতে যাতায়াতজনিত ভোগান্তি এড়ানো যায়।

 

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর সড়ক ব্যবস্থার উন্নয়নে এ ধরনের সংস্কারকাজ নিয়মিত করা জরুরি। সঠিক পরিকল্পনা ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করা গেলে নাগরিকদের দীর্ঘমেয়াদে ভোগান্তি কমবে।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রথম আলোকে বলেন, “নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে দীর্ঘমেয়াদে নগর ব্যবস্থার উন্নয়নে এ ধরনের কাজ করা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতা পেলে দ্রুত ও কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।