শনিবার, এপ্রিল ১২, ২০২৫

ঢাকার জলাশয় উন্নয়নে সহায়তা দেবে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫, ১২:০৩ এএম

ঢাকার জলাশয় উন্নয়নে সহায়তা দেবে নেদারল্যান্ডস

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খাল ও জলাশয়ের টেকসই উন্নয়ন এবং নগরীতে ব্লু নেটওয়ার্ক  গড়ে তুলতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে ঢাকার জলাবদ্ধতা নিরসন, খাল ও জলাশয়ের টেকসই ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের আধুনিক পানি ব্যবস্থাপনা প্রযুক্তি ও অভিজ্ঞতা কীভাবে ঢাকার জলাশয় সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কাজে লাগানো যায়, সে বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠক শেষে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা রোধ ও জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। নেদারল্যান্ডসের উন্নত পানি ব্যবস্থাপনা ব্যবস্থা বিশ্বব্যাপী প্রশংসিত। আমরা তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকার জলাশয়গুলোর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘ডিএনসিসি ইতোমধ্যে খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এর সফল বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। নেদারল্যান্ডসের মতো উন্নত দেশ এই খাতে ভূমিকা রাখলে তা আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে।’
বৈঠকে রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেন, ‘নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে জল ব্যবস্থাপনা ও নগর উন্নয়নে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে পানি ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও খাল-নদী সংরক্ষণের ক্ষেত্রে আমাদের সফল অভিজ্ঞতা রয়েছে। ঢাকার জলাশয় পুনরুদ্ধার ও সংরক্ষণে আমরা প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘শহরের পানি প্রবাহ নিশ্চিত করতে ব্লু নেটওয়ার্কের মতো প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাকার প্রাকৃতিক জলাশয়গুলো টেকসই ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে শহরের জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের উন্নয়ন হবে। এই উদ্যোগ বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নীতিগত পরামর্শ দিতে চাই।’
ব্লু নেটওয়ার্ক হলো এমন একটি পরিকল্পনা, যেখানে শহরের খাল, জলাশয় ও নদীগুলোকে সংযুক্ত রেখে একটি টেকসই পানি প্রবাহ ব্যবস্থা গড়ে তোলা হয়। এটি শহরের বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএনসিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতোমধ্যে বেশ কিছু খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। তবে ব্লু নেটওয়ার্কের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসের আগ্রহ আমাদের জন্য আশাব্যঞ্জক।’
বৈঠকে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষ ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে।