শনিবার, এপ্রিল ১২, ২০২৫

ফরিদপুর হাজী শরিয়তুল্লাহ বাজারে মানহীন মাংস বিক্রি : জনমনে উদ্বেগ

শরিফুল ইসলাম

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

ফরিদপুর হাজী শরিয়তুল্লাহ বাজারে মানহীন মাংস বিক্রি : জনমনে উদ্বেগ

 

 

ফরিদপুর শহরের হাজী শরিয়তুল্লাহ বাজারের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে মানহীন ও সনদবিহীন গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে বেইলি ব্রিজ সংলগ্ন সড়কে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটি চক্র ফুটপাতে অবৈধভাবে গরুর মাংস বিক্রি করছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

ভোক্তাদের অভিযোগ, বাজারের অনুমোদিত দোকানগুলোর তুলনায় অনেক কম দামে এই মাংস বিক্রি করা হচ্ছে, যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। স্থানীয়দের দাবি, এই মানহীন মাংস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং সনদ ছাড়াই বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে ভোক্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং একটি অসাধু মহল এই ব্যবসাকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ফরিদপুর শাখার পক্ষ থেকে ক্যাব সভাপতি শেখ ফয়েজ আহমেদ ফরিদপুর জেলা প্রশাসক বরাবর উক্ত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়ে বলছেন, বাজারের মূল সড়কে বিক্রি হওয়া এই মাংস শুধু জনসাধারণের চলাচল বিঘ্নিত করছে না, বরং স্বাস্থ্যঝুঁকির কারণও হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় প্রশাসনের প্রতি ভোক্তাদের আহ্বান, অবিলম্বে এই অবৈধ ও মানহীন মাংস বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জনসাধারণ নিরাপদ খাদ্য পেতে পারে।