শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ফুটপাত দখল করে ব্যবসা চালালে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৩:০৩ এএম

ফুটপাত দখল করে ব্যবসা চালালে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ হুঁশিয়ারি দিয়েছেন, ফুটপাত দখল করে ব্যবসা চালালে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং দোকান সিলগালা করা হবে।

শনিবার (১৫ মার্চ) সকালে মিরপুর ৬০ ফিট রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

মোহাম্মদ এজাজ বলেন, ‘অনেক গ্যারেজ মালিক ফুটপাত ও রাস্তা ব্যবহার করে মোটরসাইকেল ও গাড়ি পরিষ্কার করছেন, আবার অনেক ব্যবসায়ী নিজেদের দোকানের সীমানার বাইরে এসে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন। ঈদের পর এসব দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’

মিরপুর ৬০ ফিট সড়কের সংস্কারে আটটি পয়েন্টে বাধার সম্মুখীন হতে হচ্ছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সরকারি রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা চলবে না। আগামী ২৩ মার্চ আমি নিজেই ৬০ ফিটের আটটি পয়েন্টে উপস্থিত থাকবো এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা বৈশাখের আগেই ডিএনসিসি এলাকায় চলমান সব রাস্তার সংস্কারকাজ শেষ করা হবে। প্রয়োজনের তুলনায় লোকবল কম থাকলেও রাতেও কাজ চলছে।’