কুমিল্লা, ১৭ মার্চ ২০২৫: কুমিল্লা পূবালী চত্বরে আজ বিকেল ৩টায় সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। সমাবেশে সমাজের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন সচেতন রাজনৈতিক ফোরামের সমন্বয়ক শেখ আবদুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরামের প্রধান সমন্বয়ক ড. শাহ মো: সেলিম। পরিচালনা করেন শিক্ষাবিদ অধ্যাপক রাহুল তারন পিন্টু। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, নাগরিক ঐক্যের সভাপতি এড. শামসুল আলম মোহন, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক বশির আহমেদ, ঊষশী পরিষদের সভাপতি মোতাহার মাহবুব, বিমানবন্দর রক্ষা আন্দোলনের সভাপতি মো: আলী কিসলু, কৃষক নেতা নূর আহমেদ, খেলাঘর কুমিল্লা জেলা সভাপতি এড. দীলিপ কুমার চন্দ, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান বক্তা ড. শাহ মো: সেলিম সমাবেশে বলেন, "বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়েছে যা একটি গভীর উদ্বেগের বিষয়। সমাজে নারী ও শিশুদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই।" তিনি আরও বলেন, "দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্য মূল্যসহ সকল ক্ষেত্রে বৈষম্য রোধ করে শান্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।"
সভাপতি শেখ আবদুল মান্নান বলেন, "একটি দেশে যদি নারীরা নিরাপদভাবে চলাচল করতে না পারে, তাহলে সেই দেশে উন্নতি সম্ভব নয়। নারীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কুমিল্লার মেয়ে মুনিয়া ও তনুহত্যার সঠিক অনুসন্ধান করে বিচারের দাবি জানাই।"
অন্যান্য বক্তারা বলেন, "স্বাধীনতার ৫৩ বছর পরও নারীরা ঘরে বাইরে নিরাপদ নয়, শুধু নারী নয়, শিশু কন্যারাও নিরাপদ নয়। বিচারহীনতা এবং দীর্ঘসূত্রিতার কারণে অভিভাবকরাও অসহায়। এই অবস্থার থেকে মুক্তির জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।"
বক্তারা কুমিল্লায় যানজটসহ বর্ষার আগেই জলযট নিরসনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা কুমিল্লা শহরের পরিকল্পিত উন্নয়ন এবং সরাসরি ঢাকা-কুমিল্লা রেলপথ ও বিমানবন্দর চালুর দাবি জানান।
এ সমাবেশে উপস্থিত সকল বক্তার দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে কুমিল্লার সার্বিক উন্নয়ন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।