শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

কুমিল্লার বাঙ্গরাবাজারে বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া'র অংশগ্রহণে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫, ০১:০৩ পিএম

কুমিল্লার বাঙ্গরাবাজারে বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া'র অংশগ্রহণে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার খামারগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫। বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির আয়োজনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ২৫টি মাদরাসার শতাধিক শিক্ষার্থী।

বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া, যিনি আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। তার সাথে বিচারক ছিলেন কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পী হাফেজ মাওলানা আবু সুফিয়ান, মুফতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি হাফেজ মাওলানা ইয়াহইয়া ইউনুছি, হাফেজ মাওলানা বেলাল হোসাইন এবং কলরব শিল্পীগোষ্ঠীর অন্যান্য সদস্যরা।

প্রতিযোগিতায় বিজয়ী দশজনকে ক্রেস্ট, সনদ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় ২৫ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।

বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির আহ্বায়ক এম আই জামাল সিদ্দিকীর সভাপতিত্বে এবং ড. মোঃ শফিকুল ইসলামের প্রধান অতিথিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জহিরুল ইসলাম সিদ্দিকী, আবিদ হোসেন অবিদ, কাজী মো. শফিকুর রহমান, মো. ওবায়দুল্লাহ অবিদ, মো. জুমান আলী ও ইকবাল হোসেনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

প্রতিযোগিতার প্রথম পর্ব গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল একটি স্মরণীয় ও সফল আয়োজন, যা এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও প্রতিভা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হয়েছে।