বাংলা নতুন বর্ষবরণ উৎসব উপলক্ষে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। প্রায় তিন দশক পর আসন্ন পহেলা বৈশাখে বদলে যেতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম। এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা বের করা হবে তার নাম হতে পারে ‘বৈশাখ শোভাযাত্রা’।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
তাদের ভাষ্য, আগামী ২৩-২৪ মার্চের মধ্যে এবারের শোভাযাত্রার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস কয়েক শ বছরের পুরনো হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস খুব বেশি পুরনো নয়। মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয়েছিল ১৯৮৫ সালের পহেলা বৈশাখে যশোরে। ১৯৮৯ সালে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকেও শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা।
শুরুতে এর নাম ‘আনন্দ শোভাযাত্রা’ ছিল। পরবর্তী সময়ে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবেই পরিচিত হয়।
চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. আজহারুল ইসলাম চঞ্চল সাংবাদিকদের বলেন, ‘বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের কর্মশালা শুরু হয়েছে। আমরা পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি।
তবে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয়সহ অন্য বিষয়গুলো আগামী ২৩-২৪ মার্চের মধ্যে চূড়ান্ত করা হবে।’