ভাটরা, যাত্রাবাড়ি ও নিউ মার্কেট থানার মামলার বাদী ও ভুক্তভোগী পরিবারবৃন্দের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে হুমকি ও নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলার পর থেকেই পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এছাড়া, বক্তারা আরও বলেন, ‘আমরা আমাদের জীবন দিয়ে যদি এই অন্যায়ের বিচার না পাই, তবে এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু থাকবে না।’ তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।