ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি অটল বিহারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এক হৃদয়ছোঁয়া ইফতার মাহফিল ও বন্ধুবৃত্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় ‘কুটি শিশু নিকেতন কিন্ডারগার্টেন’ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ার এ সুযোগ মিলন মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা একে অপরের সাথে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন এবং পুরনো দিনের মধুর মুহূর্তগুলো নতুন করে উপভোগ করেন। ইফতারের আগে দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের মাঝে বন্ধুদের সাথে দেখা করার এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে। এ ধরনের অনুষ্ঠান বন্ধুত্বকে আরও দৃঢ় করে এবং সামাজিক বন্ধনকে সুসংহত করে।
এই মিলন মেলায় অংশগ্রহণকারী সবাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।