বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি শেরগুল, সা. সম্পাদক হেলাল


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ পিএম

সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি শেরগুল, সা. সম্পাদক হেলাল

আ ফ ম আসাদুল্লাহ ফরহাদ, সিলেট:

 

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম হেলাল। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি। 

শনিবার (২১ ডিসেম্বর) সুনামগঞ্জ প্রেসক্লাব হল রুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে আল হেলাল, রওনক বখত, যুগ্ম-সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক পদে শহীদ নূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সোহেল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলাউর রহমান। 

এ ছাড়া সদস্য সদস্য পদে মাহবুবুর রহমান পীর, একে কুদরত পাশা, আমিনুল হক, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক ও স্বপন কুমার তালুকদার নির্বাচিত হয়েছেন।