শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স ফোরামের উদ্যোগে নতুন বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২ পিএম

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স ফোরামের উদ্যোগে নতুন বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স ফোরামের উদ্যোগে ২০২৫ সালের বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 গত ২০ই ডিসেম্বর সংগঠনের সদস্য সচিব কামরুজ্জামান নিশাদের সঞ্চালনায় ও আহবায়ক মেহরাব হোসেন এর সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার অন্তর্গত এম.এ.আইটি ট্রেইনিং সেন্টারে এই মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো: আরিফ, বিএসআরএম চট্টগ্রাম শাখার এসিস্টেন্ড ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন , সাংবাদিক আবদুল কাদের ইমন সহ সংগঠনের অনেক সিনিয়র ও জুনিয়র সদস্য। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবদুর রহিম আরমান,সদস্য ইয়াসিন আরাফাত,সদস্য শিহাব উদ্দীন, সদস্য কামরুল হোসেন রাজু সহ প্রমুখ।

 

 এছাড়া ঢাকা থেকে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বিওডি সদস্য ইঞ্জিনিয়ার জুয়েল আফছার রাইহান।অনুষ্ঠানে অথিতিরা ৪র্থ শিল্প বিপ্লব কে সামনে রেখে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সন্দ্বীপে কারিগরি প্রসারে সংগঠনের কর্তব্য নিয়ে গুরুত্বরাপ করেন। সভাই সভাপতির বক্তব্যে মেহরাব হোসেন সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগীতা কামনা করেন এবং আগামি একবছর এর জন্য ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদ এর ঘোষণা করেন। এতে সদস্য হিসাবে আছেন বিশিষ্ট ব্যাবসায়ি লায়ন ইঞ্জিনিয়ার মো: মোমেন, ইঞ্জিনিয়ার মোক্তাদের মাওলা ( এসিস্টেন্ড ম্যানেজার পিএসপি), ইঞ্জিনিয়ার আবু ইউসুফ ( সিতাকুন্ড পৌরসভা এল.জি.ই.ডি),ইঞ্জিনিয়ার মো আরিফ (ইঞ্জিনিয়ার কেএসআরএম), ইঞ্জিনিয়ার মাঈন উদ্দীন (আইটি ইঞ্জিনিয়ার)।

 

উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপের কারিগরি শিক্ষার প্রসার ও চট্টগ্রাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিকে অধ্যায়নরত সন্দ্বীপে শিক্ষার্থীদের কমিউনিটি বৃদ্ধি কাজ করে যাচ্ছে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ফোরাম।

 

সংবাদ বিজ্ঞপ্তি।।