শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

পিসিআইউ ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের আয়োজনে ফুটসাল টুর্নামেন্ট


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

পিসিআইউ ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের আয়োজনে ফুটসাল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

 

প্রথমবারের মতো চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজন করা হয়েছে ডিএফডিটি ফুটসাল টুর্নামেন্ট। দিনব্যাপী এই টুর্নামেন্ট সোমবার (২৩ ডিসেম্বর) নগরীর খুলশী এলাকার গ্লোবাল স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত হয়। 

 

 টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের বিভাগীয় সভাপতি আশরাফুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরুল আনোয়ার। 

 

প্রধান অতিথির বক্তব্যে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নূরুল আনোয়ার বলেন, খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক স্বাস্থ্যকে সবল রাখে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। শুধু তাই নয় বাংলাদেশ এই খেলাধুলার মাধ্যমে বিশ্বের অনেক দেশে পরিচিত লাভ করেছে।

 

আয়োজিত টুর্নামেন্টে টিম সংখ্যা ছিলো মোট ৬টি (এ থেকে এফ)। ৬টি টিমের ১.০ গোলে হারিয়ে বিজয়ী দল হয়েছে টিম-ডি। খেলার মধ্যে সেরা খেলোয়াড় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২৯তম ব্যাচের শিক্ষার্থী বিশ্ব দেবনাথ