জাহিদ খান ,কুড়িগ্রাম প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম
অদ্য ২৪ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বরণ উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের ঈদ গাহ মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কুড়িগ্রাম সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়কগণ। মিছিলে দলের জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।
আনন্দ মিছিলের শুরুতেই দলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির কার্যক্রম নিয়ে তাদের প্রত্যাশার কথা জানান। তারা বলেন, “এ কমিটি দলের ঐক্য বজায় রেখে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রাখবে।”
মিছিল শেষে কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা পথ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা নবগঠিত কমিটির প্রতি দলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “এ কমিটির মাধ্যমে কুড়িগ্রাম বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।”
আনন্দ মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও লক্ষ করা গেছে। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুরো আয়োজন জুড়ে উদ্দীপনা বিরাজ করে।