বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি'র ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা


শোয়াইব রহমান: স্টাফ রিপোর্টার - প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ এএম

স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি'র ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

 

ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে “স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD)”। (২৪ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক জমির উদ্দীন ও কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। 

 

গণতন্ত্র ও ইনসাফ কায়েমের সংগ্রামে নিরলস প্রচেষ্টা রাখা এ সংগঠনের নবগঠিত ঢাকা জেলা কমিটির আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী এস এম মঈন উদ্দীন এবং সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খান আহাদ। মুখপাত্র হিসেবে রয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসায়ের আহমেদ।

 

নবগঠিত কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক পদে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী তামজিদ এবং যুগ্ম সদস্য সচিব পদে ঢাকা কলেজের এবিএম মিরাজ। 

 

নবগঠিত ঢাকা জেলা কমিটির আহ্বায়ক এস এম মঈন উদ্দীন বলেন, “স্যাড গণতন্ত্র ও ইনসাফের এক অবিচল সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো ঢাকা জেলায় গণতন্ত্র ও ইনসাফের পক্ষে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এবং জুলাই আন্দোলনের চেতনা সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত করা। আমরা সচেতন যে, গণতন্ত্র ও ইনসাফের পথে চলা কখনো সহজ নয়; এ পথ ত্যাগ ও তিতিক্ষার পথ।

আমার প্রতি যে আস্থা রেখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এই দায়িত্ব প্রদান করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি অঙ্গীকার করছি, তাঁদের বিশ্বাসের মর্যাদা অটুট রাখতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে স্যাডের হয়ে কাজ করে যাব।”

 

সদস্য সচিব খান আহাদ বলেন, ‘বিগত সময়ে আমরা একটা জুলুম আর ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা দেখেছি। জুলাই অভ্যুত্থানে পরে সেসব যে একদম নাই হ‌য়ে গেছে তা বলবো না। আমাদের আন্দোলন এখনো চলমান আছে; জনগণের অধিকারের আন্দোলন। শহীদেরা এখনো আমাদের ডাকে। আমরা স্যাড ঢাকা জেলা কমিটি ঢাকা অঞ্চলের নয়ারাজনৈতিক বন্দোবস্তের অগ্রদূত ও নাগরিক অধিকারের ভয়েস হ‌য়ে উঠবো। ইনসাফ কায়েম করাই আমাদের মূল লক্ষ্য। এই চেষ্টাটাই ক‌রে যাবো।’

 

মুখপাত্র নুসায়ের আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখতে পারি, এখানে ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তিক রাজনীতি ও পেশিশক্তির প্রদর্শন দেখা যায়। এছাড়াও পদ বন্টনে সহমত ভাই ও পরিবারতন্ত্রের স্পষ্ট নিদর্শন দেখতে পারি। সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা উঠে আসে না এসব ছাত্রনেতাদের থেকে। কিন্তু এই জুলাই বিপ্লবে আমরা আপামর ছাত্র ও জনসাধারণের অংশগ্রহণ দেখেছি যা সকল অনিয়মকে ভেঙে ফেলার সূচনা করেছে।’

তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন, ‘আমাদের লক্ষ্য এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা সকল ছাত্রদের অধিকারের কথা তুলে ধরার প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারবো। প্রথাগত লেজুড়বৃত্তিক এবং পেশিবৃত্তিক রাজনীতির বাইরে গিয়ে, আমরা ইনশাআল্লাহ ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো।’

 

স্যাড-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক নবগঠিত ঢাকা জেলা আহ্বায়ক কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রস্তুত করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।