হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ এএম
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের ১২৫ বছর বয়সী সবচেয়ে প্রবীণ ব্যক্তি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম তারেক নেওয়াজের চাচা আলহাজ্ব মকবুল হোসেন (১২৫+) গতকাল বুধবার (২৫ ডিসেম্বর )ভোরে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ে স্বপরিবারে বসবাস করতেন। বুধবার বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ আহমেদ,মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. সঞ্জীত চন্দ্র শীল,উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম হিমেলসহ শিক্ষক,সাংবাদিক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান