শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

এক যুগ পর গনধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:১২ এএম

এক যুগ  পর গনধর্ষন মামলার পলাতক  আসামী  গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.মহিউদ্দিন বাবুকে (৩৫) দীর্ঘ এক যুগ পর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭। 

 

 গ্রেফতার কৃত মহিউদ্দিন বাবু (৩৫) নগরীর বন্দরটিলা এলাকার মো.কামাল উদ্দিনের ছেলে।

 

র‌্যাব-৭ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গণধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন বাবু নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর( মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

 

সংবাদ বিজ্ঞপ্তি আরও জানানো হয় আসামি মহিউদ্দিন বাবু আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। 

 

 পরে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব ৭। 

সংবাদ বিজ্ঞপ্তি।।