বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

মধুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বড়দিনের উৎসব


বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

মধুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বড়দিনের উৎসব

২৫ ডিসেম্বর, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যীশু খ্রিষ্টের জন্মদিন, মধুপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে, ২৪ ডিসেম্বর রাত ১০ টায় অরনখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিষ্টানদের কেন্দ্রীয় মিশনারীতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। খ্রিষ্টান ধর্মের অনুসারীরা এই দিনে নানা আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও কেক কাটার মাধ্যমে যীশুর জন্মদিন উদযাপন করেন।

 

মিশনারী ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবিরসহ অন্যান্য ভক্তরা একত্রিত হয়ে কেক কাটেন। জলছত্র মিশনারী ধর্মপল্লীর আঙিনা পূর্ণ হয়ে যায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সমাগমে। ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, তারা দেশ ও জাতির কল্যাণে এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য বিশেষ প্রার্থনা করেছেন। পরিবেশ সুন্দর রাখার জন্য তিনি প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানান।