জাহিদ হাসান প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২ পিএম
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) শওকত আলীকে ঘুষ ছাড়া ডিলারদের নামে সার বরাদ্দ না দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে। এ ধরনের অভিযোগ উঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শওকত আলীর বদলির পদক্ষেপ নিয়েছে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগ আমলে নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সংস্থাপন বিভাগের সচিব (উপসচিব) ড. কে. এম. মামুন উজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) শওকত আলীকে বদলি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
গত ১৮ ডিসেম্বর বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) শওকত আলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির গুরুতর অভিযোগ তোলা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শওকত আলী ঘুষ ছাড়া ডিলারদের নামে সার বরাদ্দ দেন না এবং ঘুষ না দিলে তাদের হয়রানি করেন। এমনকি গুদামে সার ঢোকানো ও বের করার সময় শ্রমিকদের বিল থেকেও ঘুষ নেওয়া হয়। এভাবে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। ভুক্তভোগী ডিলাররা ২ নভেম্বর বিএডিসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
এই অভিযোগের প্রেক্ষিতে বিএডিসি কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংস্থাপন বিভাগের সচিব ড. কে. এম. মামুন উজ্জামানের স্বাক্ষরিত আদেশে শওকত আলীকে দিনাজপুর থেকে বদলি করে রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি রাজশাহীর যুগ্ম পরিচালক মো. ফজলে রবকে দিনাজপুরে বদলি করা হয়েছে।
দিনাজপুর বিএডিসির বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মির্জা লিয়াকত আলী বেগ বলেছেন, "শওকত আলীকে শুধু বদলি করলেই হবে না, তার দুর্নীতির যথাযথ বিচার করতে হবে।" এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংশ্লিষ্টরা।