ফেনী আর.এ.জাবেদ প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম
ফেনীর ফুলগাজী উপজেলার সলিয়ার ঘাটে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান*
ফেনীর *ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের সলিয়ার ঘাট* এলাকায় *অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার* ঘটনায় *সেনাবাহিনী* ও *ফুলগাজী উপজেলা প্রশাসন* যৌথভাবে *মধ্যরাতে* অভিযান পরিচালনা করেছে।
*অভিযান সম্পর্কে:*
*উপজেলা সহকারী কমিশনার (ভূমি)* ও *নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার* জানিয়েছেন, *২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টার দিকে* গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা একত্রে অংশগ্রহণ করেন।
*অভিযানের ফলাফল:*
অভিযান শুরু হলে *অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়* এবং *স্কেভেটরটি (মাটি কাটার যন্ত্র)* *বিকল* করে দেওয়া হয়। মাটি কাটার কাজটি অবৈধ এবং ফসলি জমির জন্য ক্ষতিকর হওয়ায় এটি বন্ধ করা হয়েছে।
*অভিযানের উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা:*
সহকারী কমিশনার মাশিয়াত আকতার জানান, *জনস্বার্থে* এ ধরনের অভিযান *অব্যাহত থাকবে* এবং কোনো ধরনের অবৈধ কার্যকলাপসহ ফসলি জমির ক্ষতি সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
*উপসংহার:*
এ ধরনের অভিযান স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে *ফসলি জমির রক্ষার্থে এবং পরিবেশের সুরক্ষায়* অত্যন্ত গুরুত্বপূর্ণ। *অবৈধ মাটি কাটার* বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপ জনগণের আস্থা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সহায়ক হবে।